দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আত্রেয়ী নদীর ধারে ও জলে গতকাল ব্যালট পেপার ভাস্তে দেখতে পাওয়ার পর আজ সকালে কুমারগঞ্জ এলাকার ব ধাদড়পাড়া এলাকার বর্জ নিষ্কাশন এর সামনে ভোট দেওয়া ব্যালট প্রায় শোখানা ব্যালট ছড়ান ছিটান অবস্থায় দেখতে পাওয়ার ঘটনায় চাঞ্চল্য কুমারগঞ্জ ব্লক জুড়ে।এই খবর কুমারগঞ্জ থানায় পৌছতে পুলিশ এসে ব্যালট গুলি উদ্ধার করে নিয়ে যায়।
বিজেপি জেলা সভাপতি স্বরুপ চৌধুরী জানান,তৃনমুল ও কুমারগঞ্জ বিডিও যৌথ প্রচেষ্টায় বিজেপির প্রার্থী দের হাড়ানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে।
তৃণমূল এর সহ সভাপতি সুভাষ চাকি জানান বিজেপি হেড়ে গিয়ে নাটক করছে।