নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলকে ভোট দেওয়ায় প্রায় ৬ দিন ভিটেমাটি ছাড়া এক তৃণমূল কর্মী। একদিকে যেমন খাদ্য সংকট, অন্যদিকে বাড়িতে ঢুকতে গেলেই প্রানে মরার হুমকি, কোনরকম আধপেটা খেয়েই বেঁচে থাকতে হচ্ছে ওই তৃণমূল কর্মীর পরিবারকে। এখন ভিটে মাটিতে ফিরে যাওয়ার আশা নিয়ে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল কর্মীর পরিবার। ঘটনাটি শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের টেংরিডাঙ্গা মেদিয়া পাড়ার। ওই পঞ্চায়েতের তৃণমূল কর্মী জুলমর শেখের অভিযোগ, গত ৮ই জুলাই তিনি ভোট দিয়েছিলেন তৃণমূলে, এরপর বাড়িতে ফিরতেই একের পর এক হুমকি দেয় সিপিএমের অনুগামীরা। বাড়িতে ঢুকে চালায় তান্ডব, এখানেই শেষ নয়, আবারো তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। তখন প্রাণ সংশয়ের আশঙ্কায় তিনি পরিবার নিয়ে ভিটেমাটি ছাড়তে বাধ্য হয় ওই তৃণমূল কর্মী। দিনের পর দিন যেতেই ভোগেন খাদ্য সংকটে, এক বেলা আধপেটা খেয়ে এদিক-ওদিক গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিলেন তারা। আজ গ্রামে ফিরে যাওয়ার আশায় দারস্ত হয়েছেন শান্তিপুর থানার, আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেই চোখের জল ধরে রাখতে পারলেন না তৃণমূল কর্মী জুলমর শেখ। তিনি জানিয়েছেন প্রশাসনকে সব ঘটনা জানানোর পর তাকে আশ্বাস দেওয়া হয়েছে তাকে গ্রামে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন পুলিশ।