কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোটের ভয়াবহ ছবিটা সকলের জানা। কিন্তু ভোট পর্ব শেষ হওয়ার পরেও এখনও এলাকায় এলাকায় হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ। সেই হুমকির জেরে ঘর ছাড়া বিজেপির জয়ী প্রার্থীরা। শীতলখুঁচি বিধানসভার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ২১জন পঞ্চায়েত সদস্য। এরমধ্যে বিজেপির ১২ জন গ্রাম পঞ্চায়েত এবং দুজন পঞ্চায়েত সমিতির জয়ী হয়েছে। এর ফলে নয়ারহাট গ্রাম পঞ্চায়েত দখলে আসে বিজেপি।
বিজেপির অভিযোগ, তারা জয়ী হবার পর থেকেই তাদের পঞ্চায়েত প্রার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি সহ নানাভাবে হেনস্থা করবার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই তারা বাধ্য হয়ে কোচবিহার জেলা বিজেপির সদর দপ্তরে এসে আশ্রয় নিয়েছেন।
এদিন এবিষয়ে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে বিজেপির হয়ে সদ্যজয়ী রঞ্জনা রায় বর্মন অভিযোগ করে বলেন,আমরা নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার জয়ী বিজেপি প্রার্থী। আমরা ভোটে জয় লাভের পর থেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী এসে বাড়িতে হুমকি দিচ্ছে আর বলছে আমরা গ্রাম পঞ্চায়েত দখল নেবো। কোন বিজেপি জয়ী প্রার্থী প্রধান গঠনে যেতে পারবে না। তাই ভালোয় ভালোয় বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করুন নয়তো ফল ভালো হবে না। এছাড়া প্রাণে মারার হুমকি দিচ্ছে। কারণ ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় ২১টি আসন ও পঞ্চায়েত সমিতি তিনটি। সেই ২১টি আসনের মধ্যে ১২ টি আসন বিজেপি পেয়েছে। তিনটি পঞ্চায়েত সমিতির মধ্যে ২ টি আসন পেয়েছে বিজেপি। সেই কারণে নয়ারহাট গ্রাম পঞ্চায়েত কার্যত দখল নিয়েছে বিজেপি। আমরা যাতে প্রধানের বোর্ড গঠন করতে না পারি সেই কারণে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তারা। সেই কারণে নিরাপদ আশ্রয় হিসেবে আমরা বিজেপির জেলা কার্যালয়ে এসেছি। আমরা এখানে থাকবো। জেলার নেতাদের সাথে কথা বলেছি, যাতে জেলা কার্যালয়ে আমরা থাকতে পারি।