নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচন পরবর্তী হিংসার জেরে সারা রাজ্যের পাশাপাশি নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে লাগাতার বিজেপি কর্মী সমর্থকদের উপর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের আক্রমনের বিরুদ্ধে রবিবার বিকেলে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন বিজেপি নেতাকর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের ভাতজাংলা পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথের বিজেপি মনোনীত প্রাক্তন পঞ্চায়েত সদস্য অপর্ণা দাসের বাড়িতে চড়াও হয়ে অপর্ণা দাসের মা-বাবা ভাই সহ তাঁর গোটা পরিবার সদস্যদের বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে ওই পঞ্চায়েতের সদ্য বিজয়ী তৃণমূল মনোনীত প্রার্থী বিজন মজুমদার সহ তাঁর দুই ছেলে ও তাদের অনুগামীদের বিরুদ্ধে। বর্তমানে অপর্ণা দাস সহ তাঁর পরিবারের সকলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মূলত এরই প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিকেলে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হলেন বিজেপি নেতাকর্মী সমর্থকরা। এছাড়াও এই দিন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এর কাছে লিখিত আকারে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।
Home রাজ্য দক্ষিণ বাংলা নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন বিজেপি নেতাকর্মীরা।