দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- “পৌরসভায় দুর্নীতি হচ্ছে”… এই অভিযোগ তুলে পৌরপিতাকে কাঠগড়ায় তুলে স্ট্যান্ডিং কমিটির তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিলেন বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার দুই কাউন্সিলার সেখ নাজির উদ্দিন ও মানিক মুখার্জি। দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি ২০২২ সালের ২৫ এপ্রিল তিনি টেন্ডার ও পারচেজ কমিটির সদস্য হোন। পাশাপাশি ২০২৩ সালের ১৭ জানুয়ারি হেল্থ এডুকেশন এন্ড আরবান পভারটি এলিভেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি হোন। অন্যদিকে, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন ফাইন্যান্স এণ্ড রিসোর্স মোবিলাইজেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি হোন। আর এই পদগুলি থেকেই এবার ইস্তফা দিলেন এই দুই কাউন্সিলার। তাঁদের অভিযোগ, “যখন থেকে পৌর বোর্ড গঠন হয়েছে তখন থেকে একটিও মিটিং ডাকা হইনি। তাঁদের না জানিয়ে বিভিন্ন টেন্ডার পাস করা হচ্ছে এবং কোটি কোটি টাকা দুর্নীতি করছে পৌর প্রধান পীযূষ পাণ্ডে বলে অভিযোগ। এই অভিযোগ তুলেই তাঁরা দুজনে পৌর প্রধান পীযূষ পাণ্ডে ও নির্বাহী আধিকারিক দেবাশীষ পাত্রকে লিখিত ভাবে ইস্তফা পত্র জমা দেন । স্বাভাবিকভাবেই এই ঘটনার পর জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই প্রসঙ্গে দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযুষ পান্ডে বলেন,”এই অভিযোগ ভিত্তিহীন। যা হয়েছে সব বোর্ড অফ কাউন্সিলরদের সম্মতিক্রমে ই-টেন্ডারের মাধ্যমে হয়েছে। আর মিটিং ডাকার দায়িত্ব যাঁদের, তাঁরা নিজেরাই ডাকছেন না উল্টে পৌরসভাকে বদনাম করার চেষ্টা করছেন। আমরা সমস্ত কাউন্সিলারদের নিয়ে চলতে চায়।