বনমহোৎসব উপলক্ষ্যে ২৫ লক্ষ চারা গাছ লাগানোর উদ্যোগ।

0
165

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ- ‘অরণ্যের সবুজোদয় সৃষ্টি ভোরের সূর্যোদয়’ স্লোগানকে সামনে রেখে বাঁকুড়া উত্তর বনবিভাগের উদ্যোগে শহরের মিশন প্রাইমারী স্কুলে বনমহোৎসব অনুষ্ঠিত হলো। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া উত্তর বনবিভাগের ডি.এফ.ও উমর ইমাম।

বাঁকুড়া উত্তর বন বিভাগের সূত্রে জানানো হয়েছে, বনমহোৎসব উপলক্ষ্যে মঙ্গলবার একদিনেই জেলার বিভিন্ন ২৫ লক্ষ চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বনাঞ্চলের ভীতরে ৩৯০ হেক্টর ও স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তার দু’পাশে মিলিয়ে দু’লাখের বেশী চারা এক দিনে লাগানো হবে।

বাঁকুড়া উত্তর বনবিভাগের ডি.এফ.ও উমর ইমাম এদিন বলেন, গাছ নিয়ে মানুষের সচেতনতা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। মানুষ বুঝেছেন গাছ লাগানো ছাড়া উপায় নেই। এখন এই মুহূর্তে জেলায় প্রায় ২৩ শতাংশ বনভূমি বলে তিনি জানান।