দীর্ঘ চার মাস পর দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বায়িত্ব ভার গ্রহণ করলেন দেবব্রত মিত্র।

0
102

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ চার মাস পর দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বায়িত্ব ভার গ্রহণ করলেন দেবব্রত মিত্র। দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়ের উপচার্য হিসেবে দ্বায়িত্ব ভার নিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক দেবব্রত মিত্র। মঙ্গলবার দুপুরে তিনি বালুরঘাটে অবস্থিত বিশ্ব বিদ্যালয় অফিসে এসে দ্বায়িত্ব ভার গ্রহণ করেন। যেখানে নতুন উপাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার পঙ্কজ কুন্ডু সহ অন্যান্য অধ্যাপকরা। নতুন উপাচার্যকে সংবর্ধনা দেন রেজিস্টার পঙ্কজ কুন্ডু সহ অন্যান্যরা। দ্বায়িত্বভার নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের যেসব অচলাবস্থা রয়েছে তা খতিয়ে দেখে কাজ করার আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, প্রায় চার মাস ধরে উপাচার্যহীন অবস্থায় ছিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়৷ যার ফলে ব্যাপক সমস্যা পড়েছিলেন পড়ুয়া থেকে কর্মীরা। উপাচার্য না থাকার কারণে বিভিন্ন সেমিস্টারের ফলাফল বন্ধ হয়ে যায়৷ এমনকি বিশ্ব বিদ্যালয়ের কর্মীদের বেতন পর্যন্ত বন্ধ হয়ে যায়। অবশেষে স্থায়ী উপাচার্য পেল দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়। সেই সব সমস্যা মিটবে বলেই আশাবাদী পড়ুয়া থেকে সকলে।