পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবাংলায় যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে তাতে সবচেয়ে বড় অপরাধী এবং খুনি হচ্ছে BDO গুলো, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বগদা এলাকায় চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের পর একজন বিডিও কে ডাকা হয়েছিল আদালতে সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন বাকি BDO গুলো কেউ ডাকা ডাকা উচিত এবং প্যারেড করা উচিত, সাসপেন্ড করা উচিত, চাকরি খেয়ে নেওয়া উচিত,কারণ পশ্চিমবাংলায় যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে তাতে সবচেয়ে বড় অপরাধী এবং খুনি হচ্ছে BDO গুলো, অন্যদিকে দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ, তিনি বলেন নির্বাচন এলেই বিজেপির বিরুদ্ধে একজোট হওয়া এটা পরম্পরা হয়ে উঠেছে, কখনো সিপিআইএম সেখানে লিড নিত, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, কিন্তু এর আগের নির্বাচনে দেখেছি যেই ইলেকশন হয় যেই নেতৃত্ব দেয় পরের নির্বাচনে তার সর্বনাশ হয়, গতবারে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ডেকে মাছ ভাত খাইয়ে ব্রিগেডে স্লোগান তুলেছিলেন মোদি হটাও,দেশ বাঁচাও, তারপর এক ডজন সিট কমে গেল ওনার, অনেকগুলো দলের তো লোকসভাতে প্রতিনিধি নেই, তার আগে সিপিএম এইরকম করত তারা গুটিয়ে গেছে, তবে মোদির বিরুদ্ধে উনারা লড়বেন না উনারা সাধারণ মানুষকে দেখাচ্ছেন আপনাদের হয়ে লড়ছি, কেন তারা লড়ছেন তাও জানেন না কাকে নিয়ে লড়ছেন তাও জানেন না, কি ইস্যু নিয়ে লড়বেন তাও জানেন না, কিন্তু তাদের অস্তিত্ব থাকার লড়াই ঠিক এইভাবেই কটাক্ষ করলেন তিনি।
Home রাজ্য দক্ষিণ বাংলা পশ্চিমবাংলায় যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে তাতে সবচেয়ে বড় অপরাধী এবং খুনি...