পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বনমালী কলেজে। পূর্ব মেদিনীপুর বন বিভাগের পক্ষ থেকে জেলা স্তরিও বন মহোৎসব কর্মসূচি অনুষ্ঠিত হলো মহাধুমধামে সাথে,প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই বন মহোৎসব কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি, পাশাপাশি এইদিন উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভা চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, তমলুকের এসডিপিও সাকিব আহমেদ। জেলার ADM অনির্বাণ কোলে, পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি,BDO ধ্যানভুক ভুটিয়া সহ পাঁশকুড়া বনমালী কলেজের অধ্যাপক ও ছাত্র ছাত্রীবৃন্দ, এই দিনতে বেশ কয়েক জন শিশু সহ মহিলার হাতে চারাগাছ তুলে দেওয়া হয়।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বনমালী কলেজে বন মহোৎসব কর্মসূচি অনুষ্ঠিত হলো মহাধুমধামে...