আবদুল হাই, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার বিষ্ণুপুর জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তশূন্য অবস্থা, ভীষণ সমস্যায় রোগী এবং রোগীর আত্মীয় স্বজনরা। বিষ্ণুপুর জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রতিদিন ৩০ ইউনিট করে রক্তের দরকার। সেখানে দাঁড়িয়ে একাধিক গ্রুপের রক্ত নেই, এই মুহূর্তে A-, B+, B-, AB-, O-, গ্রুপের রক্তগুলি জমা নেই । বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্কে, A+, AB+, গ্রুপের রক্ত রয়েছে এক ইউনিট করে এবং O+ গ্রুপের রক্ত রয়েছে ৭ ইউনিট যেখানে প্রতিদিন ৩০ ইউনিট রক্তের প্রয়োজন সেখানে বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্কে রয়েছে শুধুমাত্র ৯ ইউনিট রক্ত, অধিকাংশ গ্রুপেরই রক্ত শুন্য, যে কারণেই চরম দুর্ভোগে রোগী এবং রোগীর আত্মীয়রা তারা জানাচ্ছেন ব্লাড ব্যাংকের রক্ত নিতে আসলে রক্ত মিলছে না ডোনার নিয়ে আসলে তবেই মিলছে রক্ত, সমস্ত রোগীর আত্মীয়রা ডোনার আনতে পারছেন না স্বাভাবিকভাবেই রোগীকে নিয়ে আতঙ্ক গ্রাস করছে রোগীর আত্মীয়দের।
সরকারের কাছে কাতর আর্জি রোগীর আত্মীয়দের যাতে করে সরকার বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করে।
অন্যদিকে ব্লাড ব্যাংকের কর্তব্যরত ডাক্তার বাবু জয়মাল্য ঘর জানাচ্ছেন বিগত কয়েকদিনে বাঁকুড়া জেলার তাপমাত্রা ছিল সর্বোচ্চ স্বাভাবিকভাবেই এলাকায় তেমনভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়নি, এমনকি পঞ্চায়েত নির্বাচনের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি এলাকার মানুষজন তাই এই রক্তশূন্যতার পরিস্থিতি দেখা দিয়েছে, বর্তমানে ব্লাড ব্যাংকের রক্তশূন্যতা থাকায় রোগীর আত্মীয়রা একজন করে ডোনার আনলে তবেই তাদের রক্ত দেওয়া সম্ভব হচ্ছে।