ভিন রাজ্যে কাজে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের, জখম হয়েছেন অনেকে।

0
173

নিজস্ব সংবাদদাতা, মালদা:—–চাঁচলে ট্রেন ধরার আগেই সব এলোমেলো হয়ে গেল।ভিন রাজ্যে কাজে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের।জখম হয়েছেন অনেকে।দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আটটা নাগাদ চাঁচল-সামসি বাইপাস সড়কে কৃষ্ণগঞ্জ এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে,মৃত যুবকের নাম তরিফুল আলি(২২)।সামসী রেল স্টেশনের প্রায় আট কিমি অদূরে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে,চাঁচল এলাকার ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামের প্রায় ১৩ জন শ্রমিক মুম্বাইয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন।ভবানিপুর এলাকার এক ভুটভুটি ভাড়া করে ট্রেন ধরার জন্য সামসি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন।বাইপাস সড়কের বীরস্থলী এলাকা পার করেই ভুটভুটি চালক ইঞ্জিনে জল ভরার জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে জল ভরছিলেন।এমন সময় চাঁচলের দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে ভুটভুটি টিকে।যাত্রী ভর্তি ভুটভুটি টি নয়নজুলিতে দুমড়ে মুচড়ে পড়ে যায়।ঘটনাস্থলে মৃত হয় এক যুবকের।স্থানীয়রা জখম ব্যক্তিদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন বলে খবর।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,রক্ত মাংস দোলা পাকানো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সড়ক পথে।স্থানীয়রা সুজন আলী নামে এক পরিযায়ী শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারবাবুরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন।জখম ব্যক্তিদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে।