কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটে বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থী ও কর্মীদের উপর যেভাবে অত্যাচার করেছে তৃণমূল তা কোনো ভাবে মেনে নিতে পারছে না নিচু তোলার কর্মীরা। তাই কেন্দ্রীয় স্তরে তৃণমূল কংগ্রেস সিপিআইএম সহ ২৬টি দলের জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। সেই জোট কোনো ভাবে মেনে নিতে পারছে না নিচু স্তরের কর্মীরা। তাই জোটের প্রতি ধিক্কার জানিয়ে সিপিআইএম থেকে জয়ী ২ পঞ্চায়েত সদস্য, কংগ্রেস থেকে ১ ও সারাভারত ফরওয়ার্ড ব্লকের ১ পঞ্চায়েত সদস্য সহ ৪ জন পঞ্চায়েত যোগ দিলো বিজেপিতে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
দলে যোগ দেওয়ার পর ওই চার প্রার্থীর অভিযোগ, নিচু তলায় আমরা সাধারণ কর্মীরা মার খাচ্ছে তৃণমূলের হাতে। আর সেই তৃণমূলের সাথে কেন্দ্রীয় ভাবে বিজেপিকে হারাতে সিপিআইএম কংগ্রেস এক জোট হয়। যেখানে সাধারণ কর্মীদের কোনো মূল্য নেই। সেই দলে থেকে লাভ নেই। তাই আজ আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম।