পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের হাতির হানায় এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার মাকলি অঞ্চলের চেচুরিয়া গ্রামে, জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম শাশ্বতী পাত্র শথপথী ,বয়স আনুমানিক ৪৫ বছর,স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে এলাকায় দাপিয়ে মেরেছিল একটি হাতি সেই হাতিটিকে ধান খাওয়াতে গিয়েই পদোপিষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার, ইতিমধ্যেই এই ঘটনার পর বনদপ্তরের ওই পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হবে পাশাপাশি একজনকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন মোহালিসাই বনবিভাগের আধিকারিক পিন্টু কুন্ডু, অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা হাতির হানায় এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে...