তাজ্জব ঘটনা , গরম থেকে রেহাই পেতে ঘরে ঢুকলো কেউটে!

0
152

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-  আবারো সাপ উদ্ধারে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট চকভৃগু ১৩ নম্বর ওয়ার্ডে। জানাগেছে বৃহস্পতিবার ৮ টা নাগাদ একটি বিষধর সাপ অসীম শীল নামে এক ব্যাক্তির বাড়িতে ঢুকে পড়ে, সাপটি ঠাকুর ঘরে সিংহাসনের মধ্যে ঢুকে যায়। জানাগেছে সকালে পুজো করতে গেলে সাপটিকে দেখে , অল্পের জন্য কামড়ের থেকে বেঁচে গেছে ওই ব্যক্তি। লক্ষ করা গেলে কয়েক সেকেন্ডে রীতি মত চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। এই খবর দেওয়া হয় সর্প প্রেমী ও সর্প বিশরধ সুব্রত ঘোষ ওরফে দেবুদা কে। তিনি খবর পাওয়া মাত্রই সময় নষ্ট না করে তার ছেলে কে নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। তিনি এলে ওই বিষধর সাপটিকে উদ্ধার করেন , সুব্রত বাবু জানান এটি একটি বিষধর সাপ যাকে বাংলায় বলা হয় কেউটে বা গোমা এবং ইংলিশ নাম স্পেক্টিকেল কোবরা। পাশাপাশি তিনি সাপ নিয়ে নানা সর্তক বার্তা দেন স্থানীয়দের , পরে তিনি ওই সাপ টিকে নিজ পরিবেশে ছেড়ে দেন। সুব্রত বাবু জানান অতিরিক্ত গরমের পারদ বেড়ে যাওয়ায় সাপটি ঘরে ঢুকেছে , ঘর ঠান্ডা এবং নানা কীট পতঙ্গ খাবার সন্ধানে এই ঘটনা গতেছে। সুব্রত বাবু বলেন সাপ দেখলে অযথা ভয় পাওয়ার কিছু নেই , সাভাবিক ভাবে ঠাকেল ওরা কিছু করবে না , ধীরে ধীরে চলে যাবে। পাশাপাশি সাপ মারা চলবে না , একটি সাপের বিষ থেকে নানা প্রকারের জীবনদায়ী ওষুধ তৈরি হয় কিন্তু মানুষ টা মেরে ফেলছে এটা অপরাধ।