পুকুর পাড় ভরাট কে কেন্দ্র করে তুমুল বাগবিতন্দা, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সাময়িক স্বস্তি ।

0
114

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ- শহরের ১১ নম্বর ওয়ার্ডের একটা পুকুর পাড় ভরাট কে কেন্দ্র করে তুমুল বাগবিতন্দা। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সাময়িক স্বস্তি এলাকাবাসীদের মধ্যে। পুকুর পাড় ভরাটের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ঘটনার বিষয়ে ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নরত্তম চ্যাটার্জি বলেন, আমাদের যে ওয়াকফ সম্পত্তি পুকুর পাড় কে কেন্দ্র করে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিলো কোনো দোকান পাঠ বসানোর জন্য। ঘটনার কথা জানতে আমরা এবং পুলিশ প্রশাসন এসেছিলাম, আমরা সবার সাথে কথা বলেছি এবং বর্ধমান পুলিশ প্রশাসনের তরফে সন্ধ্যায় সবার সমস্ত কাগজ পত্র নিয়ে থানায় যেতে বলেছেন। এখানকার স্থানীয় মানুষজন মেনে নেন এবং প্রশাসনের হস্তক্ষেপে যথেষ্ট খুশি তারা।
পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি গৌরব সমাদ্দার ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেন, তিনি বলেন বর্ধমান শহরে যে সমস্ত পুকুর আছে, সেই সমস্ত পুকুর ভরাটের দায়িত্ব নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল আশ্রিত ছাড়া এইসমস্ত কাজ আর অন্য কেউ করবে বলে আমার মনে হয় না। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান তিনি নিজেও খুব ভালোমতো জানেন বর্ধমান শহরের ১১ নম্বর ওয়ার্ডে কত অবৈধ নির্মাণ এবং বেআইনি ভাবে ভরাটের কাজ হচ্ছে।