স্লুইস গেট এর একটি অংশ ফুলহর এর প্রবল জলের চাপে ফাটল ধরেছে, হরিশ্চন্দ্রপুর এলাকায় শুরু হয়েছে আতঙ্ক।

0
212

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —ফুলহর নদীর আগ্রাসী রুপে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের কাউয়াডোল,রশিদপুর,উত্তর ভাকুড়িয়া,দক্ষিণ ভাকুরীয়া, মিরপাড়া‌,তাঁতিপাড়া ও চাঁদপুর সহ একাধিক গ্রামে একদিকে শুরু হয়েছে ভয়াবহ ভাঙ্গন আর অন্যদিকে ইসলামপুর এলাকার তেল জাননা স্লুইস গেট এর একটি অংশ ফুলহর এর প্রবল জলের চাপে ফাটল ধরেছে।এই নিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকায় শুরু হয়েছে আতঙ্ক।স্থানীয় সূত্রে জানা গেছে,স্লুইস গেট ফাটলের ফলে প্রবল বেগে জল ঢুকতে শুরু করেছে ইসলামপুর,দৌলত নগর ও ভালুকা সহ একাধিক অঞ্চলের বিস্তীর্ণ এলাকায়।স্থানীয় ও প্রশাসনের উদ্যোগে বালির বস্তা দিয়ে গেট মেরামতির চেষ্টা চলছে।তবে জলের চাপ এতোটাই যে বালির বস্তা ধরে রাখা সম্ভব হচ্ছে না।স্থানীয়দের দাবি,দ্রুত জল না কমলে সংরক্ষিত এলাকাতেও বন্যা দেখা যাবে। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে এই গেট মেরামত করার দাবি তুলেছেন।