কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: মনিপুরে দুই মহিলাকে গণধর্ষণ ও নগ্ন করে নিগৃহীত করার প্রতিবাদ ও পঞ্চায়েত ভোটে অবাধ ছাপ্পা ভোট এবং তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে ধিক্কার মিছিল সিপিআইএমের। এদিন সিপিআইএমের কোচবিহার শহর এরিয়া কমিটির ডাকে ওই ধিক্কার মিছিল হয়। এদিন তারা জেলা কার্যালয় থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওই মিছিল শেষ করে জেলা কার্যালয়ে গিয়ে। এদিন ওই মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএমের জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য মহানন্দ সাহা, শহর এরিয়া কমিটির সম্পাদক সাধন দেব সহ আরও অনেকে।
এদিন এবিষয়ে সিপিআইএমের জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য মহানন্দ সাহা বলেন, সদ্য হয়ে যাওয়া ভোটে তৃণমূল অবাধ ছাপ্পা ভোট এবং সন্ত্রাস করেছে তার প্রতিবাদ ও মণিপুরের ঘটনার ৭২ দিন পর দেশের প্রধানমন্ত্রী মুখ খুলেছে এটা যেমন লজ্জা, তেমনি বেটি বাঁচাও বেটি পরাও নিয়ে দেশের মহিলাকে সুরক্ষিত রাখার কথা বলা মোদী সরকার ও তার ডবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে সেখানে দুই মহিলাকে গণধর্ষণ ও নগ্ন করে নিগৃহীত করা এই দুই বিষয় নিয়ে আজকে আমাদের জেলা সিপিআইএমের শহর এরিয়া কমিটির উদ্যোগে ধিক্কার মিছিল আমরা করলাম বলে জানান তিনি।