বাঁকুড়ার-ইন্দাস, আব্দুল হাই:- বর্ষাকালে বৃষ্টির জলে বাড়ির আশপাশে, বন জঙ্গল এবং পরিত্যাক্ত জায়গা ভরে যায় আগাছার ঘন জঙ্গলে ফলে এই সময়ে গ্ৰামাঞ্চলে সাপের উপদ্রব বেশি দেখা যায় এবং গ্রামাঞ্চলে সাপের কামড়ে বহু মানুষের প্রাণহানি ঘটে এই সময়ে। বর্ষাকালে সাপের উপদ্রব থেকে নিষ্কৃতি পাওয়া এবং সাপের কামড় থেকে বাঁচতে করণীয় কি,তা বোঝাতে দুয়ারে দুয়ারে পৌঁছে যায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা।
পাশাপাশি তাদের কন্যাশ্রীর জমানো টাকা খরচ করে ব্লিচিং পাউডার, চুন কিনে গ্রামের সমস্ত বাড়ির আশেপাশে ঝোঁপ জঙ্গলে ছড়ায় সাথে সাথে বাড়ির চারপাশের ঝোঁপ জঙ্গল নিজেদের হাতে পরিষ্কার করে।
সম্পূর্ণ মানবিক উদ্যোগ যা আগামী দিনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করেন এলাকার সর্বস্তরের মানুষ।