আবদুল হাই, বাঁকুড়াঃ একাধিক সমাজ সেবামূলক এবং সমাজের উন্নয়নের দাবিকে সামনে রেখে একাধিকবার অশ্বিনী কুমার সিংহ একা আন্দোলন এবং অনশনে সামিল হয়েছেন রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে।
পুজোর আগে বাউরী ও ক্ষেতমজুর সম্প্রদায়ের মানুষের দাবি কে মান্যতা দেওয়ার দাবিতে শুক্রবার সকাল ৬ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাঁকুড়া জেলার প্রাণকেন্দ্র মাচানতলায় আকাশমুক্ত মঞ্চে অনশনে বসেন তিনি। জাতীয় পতাকা, বি আর আম্বেদকর এবং দয়ানন্দ সরস্বতীর ছবি নিয়ে মঞ্চে বসেন। তাঁর দাবি দুর্গাপূজা উদযাপনের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ক্লাবকে ৫০ হাজার টাকা অনুদান দেয়। আর্থিক অভাবের কারণে শুধুমাত্র বাউরী সম্প্রদায় বা খেতমজুর সম্প্রদায়ের মানুষজন সঠিক কাগজপত্র জমা করতে না পারায় এই অনুদান থেকে বঞ্চিত হন বলে অশ্বিনী বাবু জানান। তাই মুখ্যমন্ত্রীর এই সম্প্রদায়ের মানুষজনের জন্য অনুদান দেওয়ার অনুরোধ করেছেন। এই দাবি বাঁকুড়া জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী কে জানাবেন বলে জানিয়েছেন অশ্বিনী বাবু।
উনার এই কর্মযজ্ঞে অনেকেই পাশে দাঁড়াচ্ছেন এবং উনার সাথে সহমত পোষণ করছেন
আবার অনেকেই পাস কাটিয়ে চলেও যাচ্ছেন।
তবে তাঁর এই দাবি মানা হলে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায় উপকৃত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
Home রাজ্য দক্ষিণ বাংলা বাউরী ও ক্ষেতমজুর সম্প্রদায়ের মানুষের দাবি নিয়ে অনশনে সমাজসেবী সুধারক অশ্বিনী কুমার...