নদীয়া, নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েক দিন ধরে চলছিল মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর ও আসে পুলিশের কাছে। অবশেষে
নদীয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে কৃষ্ণগঞ্জ পুলিশের সহযোগিতায় মধুচক্রের হদিস পায়।আট জন মহিলা নয় জন যুবক কে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস পঞ্চায়েত নিকট এক লজে হানাদেয় পুলিশ। এর পর হাতে নাতে ধরা পরে সবাই। লজ মালিক পুলিশ আসা দেখে চম্পট দেয়। পুলিশ ধৃতদের আজ আদালতে পাঠানো হবে।