পুর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একুশে জুলাই এর প্রস্তুতি সভা থেকে বিজেপির জেতা অঞ্চল গুলির বিজেপির জয়ী সদস্যদের হুঙ্কার মহিষাদলের বিধায়কের। বিধায়ক তিলক চক্রবর্তীর বলেন মহিষাদল ব্লকের কয়েকটা অঞ্চল জিতে লম্ফঝম্প শুরু করে দিয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ও রাজ্যে আমরা আছি। ওদেরকে পেছন বেঞ্চে বসে থাকতে হবে। রীতি মতো ঐ অঞ্চল গুলোতে আগামী দিনে উন্নয়ন থমকে থাকবে এমনিই ইঙ্গিত দেন বিধায়ক। মহিষাদল ব্লকের ইটামগরা ২ নং গ্রাম পঞ্চায়েত, রমনী মোহন গ্রাম পঞ্চায়েত ও বেতকুন্ড গ্রাম পঞ্চায়েত এক ভাবে সংখ্যা গরিষ্ঠ পায় বিজেপি। জয় বিজেপি প্রার্থীরা জানান, জনগণের রায়ে অঞ্চল আমরা পেয়েছি কি ভাবে এলাকার উন্নয়ন করতে হয় আমরা জানি। আসলে বিধায়ক ভয় পেয়ে গেছে তাই এমন মন্তব্য করছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস বলেন, তৃণমূল সর্ব ভারতীয় দল থেকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে। দু দিন পরে দলটাই উঠে যাবে। আমরা চোর মুক্ত পঞ্চায়েত গঠন করবো। জনগণ বিজেপিকে আর্শীবাদ করেছে। মানুষের উন্নয়ন করবে বিজেপির গ্রাম পঞ্চায়েত।
Home রাজ্য দক্ষিণ বাংলা যে জায়গায় বিজেপি জিতেছে সেই জায়গায় উন্নয়ন থমকে থাকবে?? ইঙ্গিত পূর্ণ মন্তব্য...