২১ শে জুলাইয়ের সভায় যোগ দিতে বাসে করে রওনা দিলেন তৃণমূলের কর্মীরা।

0
164

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ২১ শে জুলাইয়ে শহীদদের স্মরণে আজ ঐতিহাসিক সভা রয়েছে। এই সভায় যোগ দিতে বৃহস্পতিবার রাত্রে বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান মির্জা সৌকত আলীর নেতৃত্বে ইসলামপুর থেকে একটি বাসে করে কলকাতার উদ্দেশ‍্যে রওনা দিলেন তৃণমূলের কর্মীরা। কর্মীদের মনোবল বাড়াতে এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী। উল্লেখ্য, প্রতি বছর ২১ জুলাই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। তবে এবার একুশে জুলাই শ্রদ্ধা দিবসও পালন করবে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণাই করেছেন। পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের মৃত্যুতেই এমন সিদ্ধান্ত। এদিন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি জানান, আজ কলকাতার ধর্মতলায় ২১ শে জুলাই শহিদ স্মরণে ঐতিহাসিক সভা রয়েছে। সেখানে যোগ দেওয়ার জন্য এই বাসে করে রওনা দিলেন তৃণমূলের কর্মীরা। এর আগেও ট্রেনে করে শতাধিক তৃণমূল কর্মী রওনা দিয়েছেন।