কালভার্টের তলা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য খড়গপুর গ্রামীন থানার বেনারসোলে,খুন বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীদের।

0
218

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কালভার্টের তলা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত বহড়াপাঠের বেনারশোল এলাকায়, জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম তপন মুদী, বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর, স্থানীয় সূত্রে জানা যায় শনিবার কালভার্টের নিচে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা, এরপর খবর দেওয়া হয় খড়গপুর গ্রামীন থানার পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে খড়গপুর গ্রামীন থানার পুলিশ গিয়ে তুমি তো দেহ উদ্ধার করে, সূত্রে আরও জানা যায় গতকাল থেকেই ছিল সে, এরপর সারারাত খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন, এই দিন তার মৃতদেহ উদ্ধার হতেই খুন বলে অভিযোগ তোলেন পরিবার ও এলাকাবাসীরা, এলাকাবাসীদের বক্তব্য মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ওই মৃত ব্যক্তির। তবে কি কারণে এই ঘটনা ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ।