বিজেপি নেতা অজয় রায়কে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির।

0
174

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি নেতা অজয় রায়কে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। শনিবার দুপুরে ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন দিনহাটা-কোচবিহার মেইন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। ওই পথ অবরোধ ৩০ মিনিট ধরে চলে বলে জানা গিয়েছে।

জানা গেছে,গতকাল রাতে বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়কে অসম থেকে ফেরার পথে তাকে বক্সিরহাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিজেপির দাবি,মিথ্যা মামলা দিয়ে অজয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তার নিঃশর্ত মুক্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।

এদিন এবিষয়ে বিজেপি নেতা সুধাংশু প্রামাণিক বলেন, দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায়কে মিথ্যা মামলা দিয়ে পুলিশ তাকে গতকাল গ্রেপ্তার করে। আজ তার নিঃশর্ত মুক্তির দাবি আজ আমরা ভেটাগুরি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে অজয় রায় কে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পথ অবরোধ তুলে দেন। যদি আমাদের নেতাকে ছাড়া না হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের নামবে ভারতীয় জনতা পার্টি বলে জানান তিনি।