নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুনো হাতি হানা দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিল পাকা বাড়ি। বর্তমানে বর্ষার মরশুমে পরিবার পরিজন নিয়ে কোথয় গিয়ে দাড়াবে এই চিন্তায় দিশেহারা কালচিনি ব্লকের রাধারাণী চা বাগানের বাসিন্দা ফুলজেন টেটে। জানা গিয়েছে, বক্সা জঙ্গল থেকে বুনো হাতির দল রাধারাণী চা বাগানে প্রবেশ করে এলাকার দুটি ঘর ক্ষতিগ্রস্ত করে। বুনো হাতি এলাকার বাসিন্দা ফুলজেন টেটের পাকা ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয় এমনকি ঘরে রাখা আসবাবপত্র সমস্ত কিছু ভেঙ্গে দেয়। হাতির হাত থেকে প্রাণে বাঁচতে ফুলজেন টেটে স্ত্রী তাদের কোলের শিশুকে নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যায়। এদিন ফুলজেন টেটে জানান, বুনো হাতি তাদের ঘরের পাকা দেওয়াল চোখের নিমিষে ভেঙ্গে দেয় এবং ঘরে ভিতরে আসবাবপত্র সব ভেঙ্গে দেয় এবং ঘরে রাখা রেশন সামগ্ৰী সাবার করে দেয়। ফুলজেন টেটে জানান, এখন পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো। মাথার উপর ছাদ নেই।