দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের মত মধ্যযুগীয় বর্বরতার ঘটনা, অন্যদিকে বিজেপি কর্মী খুন, দুই ঘটনার প্রতিবাদে বামনগোলা থানা ঘেরাও করছে বিজেপি।

0
297

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — একদিকে পাকুয়াহাটে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের মত মধ্যযুগীয় বর্বরতার ঘটনা। অন্যদিকে বিজেপি কর্মী খুন। এই দুই ঘটনার প্রতিবাদে বামনগোলা থানা ঘেরাও করছে বিজেপি। গতকাল থেকেই মালদা এসপি অফিসের সামনে ধরনায় রয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এছাড়াও বিধায়ক সহ বিজেপি কর্মীরা।এস পি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ তুলতে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির তিনজন অসুস্থ হয়ে পড়ে দুই মহিলা কর্মী এক পুরুষ, তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়।মালদা এসপি অফিসের সামনে অন্যদিকে বামনগোলা থানার সামনে থানার ভেতরে না ঢুকতে দাওয়াই তুমুল উত্তেজনা শুরু হয়।এবার বামনগোলা থানা ঘেরাও কর্মসূচি গেরুয়া শিবিরের। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতেই থানার সামনে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হয়েছে ব্যারিকেট। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও মোতায়েন রয়েছে।বিজেপি কর্মীদের থানার আইসির সাথে দেখা করতে না দেওয়া থানার সামনে বাধা দেওয়া হয় বিজেপির কর্মীদের, তারজেরে উত্তেজনা তৈরি হয়। বিজেপির বামনগোলা ব্লক সভানেত্রী বীণা কীর্তনীয়া বলেন পুলিশ প্রথমে আমাদের সাথে কথা বলতে চাইনি পরে আইসি সাহেবের সাথে আমাদের কথা হয়েছে আইসি সাহেবের কাছে আমাদের দাবি ছিল মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বুরণ মুর্মুর খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেফতার করতে হবে ।আর যে দুই নির্যাতিতা মহিলাকে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। আইসি আমাদের দাবিগুলো মেনে নেওয়ায় আমরা এই অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছি।