নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি ঘটেছে চাপড়া থানার মহৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, ওই এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিল দুই সিপিএম কর্মী। তখনই এক যুবক এলাকায় বোমা হাতে করে নিয়ে ঘুরছিল। ওই যুবকের হাতে বোম দেখে এই সিপিএম কর্মী আনারুল মণ্ডল তাকে বোমটা অন্য কোথাও রেখে আসতে বলে। তখনই তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ওই যুবক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই এলাকায় চিহ্নিত।এই ঘটনার জেরে আহত হয় 2 জন। এলাকার মানুষ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে।আহত ব্যক্তিদের নাম আনারুল মণ্ডল ও তাপস মিস্ত্রি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
Home রাজ্য দক্ষিণ বাংলা বোমার আঘাতে গুরুতর জখম হলেন দুই সিপিএম কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি...