চ্যানেল মারফত জলঢাললেন পূর্ন্যার্থীরা, পরিদর্শন করলেন পুলিশ সুপার।

0
428

ময়নাগুড়ি, নিজস্ব সংবাদদাতা : মহামান্য হাইকোর্টের নির্দেশে গত রবিবার থেকে ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে গর্ভ গৃহে প্রবেশ নিষেধ করা হয়। বিকল্প ব্যবস্থা হিসেবে চ্যানেল মারফত পাইপ দিয়ে জল ঢালার ব্যবস্থা গ্রহণ করা হয়। আর সেই দৃশ্য জয়েন্ট স্ক্রিনে দেখানো হবে। সেই অনুযায়ী রবিবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়। তবে আদালতের নির্দেশে এই ব্যবস্থায় অনেকেই খুশি পূর্নার্থীরা। তারা জানিয়েছেন এই ব্যবস্থার ফলে ভিড় অনেকটাই কম হচ্ছে। তাড়াতাড়ি জল ঢালা যাচ্ছে মন্দিরে। তাছাড়া জল যে শিব লিঙ্গে পৌঁছাচ্ছে তা দেখা যাচ্ছে স্ক্রিনে। এদিকে এই ব্যবস্থার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে টিকিট কাউন্টার। ফলে টিকিটের ভেদাভেদ অনেকটাই এড়ানো গেছে বলে জানা গেছে।

রবিবার থেকে এই পদ্ধতি চালু হওয়ায় পুলিশি নিরাপত্তায় বিষয়টিও বেশ জোরদার করা হয়েছে। মন্দির চত্বর সহ, পুকুর, পার্কিং, রাস্তা সমস্ত জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। সোমবার সকালে সমস্ত বিষয় দেখতে আসেন জেলা পুলিশ সুপার উমেশ গনপত খাণ্ডবাহালে।