ভোটের পরেও স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ পঠনপাঠন, সেই অভিযোগ তুলে ভেটাগুড়িতে পথ অবরোধে স্কুল পড়ুয়ারা।

0
344

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ভোটের পরেও স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ রয়েছে পঠনপাঠন। এই অভিযোগ তুলে সোমবার দিনহাটার ভেটাগুড়িতে পথ অবরোধে শামিল হল স্কুল পড়ুয়ারা। এদিন দুপুর থেকে ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রি হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের অবরোধের জেরে দিনহাটা-কোচবিহার রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ। পরে আন্দোলনকারী পড়ুয়াদের সাথে পুলিশ কথা বলে পথ অবরোধ তুলে নেয়।

পড়ুয়াদের অভিযোগ,ভোট শেষ হয়েছে আগেই। এখনও কেন্দ্রীয় বাহিনী স্কুলে রয়েছে। ফলে স্কুলে পঠনপাঠন বন্ধ রয়েছে। এতে সময়ে সিলেবাস শেষ হবে না। সমস্যায় পড়তে হবে তাদের। তাই প্রতিবাদে শামিল হয়েছে তারা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে কিছুক্ষণ অবরোধ চলার পর উঠে যায়।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে গত ৮ জুলাই মাসে। সেই ভোটে ব্যবহৃত কেন্দ্রীয় বাহিনী জেলার বিভিন্ন এলাকার স্কুলে অস্থায়ী ক্যাম্প করে রয়েছে। সেই ক্যাম্পের কারণে স্কুল খুলতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। সেই কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে ক্ষুব্ধ পড়ুয়ারা। ১ লা আগস্ট থেকে বিভিন্ন স্কুলের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। কিন্তু এখনও পর্যন্ত সিলেবাস শেষ হয় নি। প্রতিদিন স্কুলে এসে ঘুরে যেতে হয়। তাই আজ বাধ্য হয়ে স্কুল খোলার দাবিতে দিনহাটা কোচবিহার মেইন রোড অবরোধ করে বিক্ষোভ দেখেন ওই স্কুলের পড়ুয়ারা।