দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সফল করতে জোর কদমে প্রস্তুতি দক্ষিণ দিনাজপুর জেলায়।
আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত হবে বিরাট কর্মসূচি।
ইতিমধ্যেই সেই কর্মসূচিকে সফল করতে সারা রাজ্যের পাশাপাশি উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ।
জোর কদমে শুরু হয়েছে জেলার বিভিন্ন ব্লকে দেওয়াল লিখন ও প্রচার।
জানা গেছে গত বছরের থেকে এ বছর সমগ্র উত্তরবঙ্গ থেকে অনেক বেশি পরিমাণ ছাত্র-ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করতে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে।
বুধবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক কৌশিক সাহা জানিয়েছেন “গত বছরের চেয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেক বেশি সংখ্যক ছাত্র পরিষদের কর্মী সমর্থক গান্ধী মূর্তির পাদদেশে ২৮ আগস্ট উপস্থিত হবে।” গত বছরের রেকর্ড ছাড়িয়ে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় যাবে বলে দাবি করেন ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক কৌশিক শাহ।
জানা গেছে ইতিমধ্যেই আসন্ন দলীয় কর্মসূচিকে সফল করতে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে যথেষ্ট ভাবে।
Home রাজ্য উত্তর বাংলা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সফল করতে জোর কদমে প্রস্তুতি দক্ষিণ দিনাজপুর...