পথ দুর্ঘটনায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এলাকায় নেমেছে শোকের ছায়া।

0
243

নিজস্ব সংবাদদাতা, মালদা:—পথ দুর্ঘটনায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এলাকায় নেমেছে শোকের ছায়া। সেই পরিযায়ী শ্রমিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ভোটের আগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইক চালককে এসে ধাক্কা মারে একটি চারচাকা ও গাড়ি বলে অভিযোগ পরিবারের। ঘটনা কি ঘটেছে মালদার মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের সবজি পাড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মান্নান মিয়া নামে বছর 25 এর এক যুবক রাস্তার ধারে বাইকের উপর দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে একটি চারচাকা গাড়ি এসে বাইককে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুকিয়ে পড়েন মান্নান মিয়া। স্থানীয় ও পরিবারের লোকজন তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। গুরুতর আহত হওয়া য় মানিকচক হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শেষ পর্যন্ত কলকাতা পিজি হাসপাতালে ট্রান্সফার করা হয় মান্নান মিয়াকে। মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল হার মানেন মান্নান মিয়া। কলকাতা পিজি হাসপাতাল থেকে তার নিথর মৃতদেহ ফিরে আসে বুধবার সকাল নাগাদ নুরপুর গ্রামে। মৃতদেহ কবরস্থ করা হয়। তৃণমূল নেতা ইমরান হাসান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত হন তাদের সহকর্মী পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।