মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় কৃতি ছাত্র-ছাত্রীদের।

0
304

নিজস্ব সংবাদদাতা, মালদা :-  কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা।মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই মাদ্রাসা এবং আই সি এস ই বোর্ডে উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেয়া হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় কৃতি ছাত্র-ছাত্রীদের। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রত্যেক কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মেহগনি গাছ। উত্তরীয় পরিয়ে ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ডি আই সুরজিৎ সামন্ত সহ অন্যান্য আধিকারিকরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ৪৪ জন কৃতি ছাত্র-ছাত্রীকে দেওয়া হয় সংবর্ধনা।
মাধ্যমিকের ২৬ জন, উচ্চ মাধ্যমিকের ৯ জন, হাই মাদ্রাসার ৭ জন এবং আই সি এস ই বোর্ডের দুইজন কৃতি ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা জানানো হয় বলে জানান, জেলা শাসক নীতিন সিংহানিয়া।