নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আর মাস তিনেক বাকি রয়েছে দুর্গাপুজোর। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য তৈরি হচ্ছে গোটা রাজ্য। রথ যাত্রা শেষ হতেই কাঠামো পুজো দিয়ে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। কলকাতা ও জেলার একাধিক পূজা মন্ডপগুলি তাদের এবারের পুজো প্যান্ডেল ও থিমের পরিকল্পনা যথারীতি শুরু করে দিয়েছে। দুর্গাপূজা যত এগিয়ে আসছে ততই ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে নদীয়ার বিভিন্ন কুমোরের বাড়িতে।
কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকাটি মাটির পুতুল ও প্রতিমার জন্য বিশ্বজোড়া বিখ্যাত। ঘূর্ণি থেকে প্রতিমা প্রতিবছরই পাড়ি দেয় বিদেশে। তবে কৃষ্ণনগরের ঘূর্ণীর পাশাপাশি নদীয়া জেলার বিভিন্ন এলাকায় মৃৎশিল্পীদের ব্যস্ততার লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই। তবে মাটি রং ইত্যাদি মূল্যবৃদ্ধি হওয়ার কারণে এবছর প্রতিমারও দাম বাড়তে পারে এমনটাই মনে করছেন তারা।সেই কারণেই এখনও পর্যন্ত বরাত সেভাবে মিলছে না নদীয়ার কৃষ্ণগঞ্জ এর মৃৎশিল্পীদের।