প্রতিবন্ধীদের হাতে এক মাসের শুকনো খাবার, মাদুর ও শতরঞ্জি দান, দুবাই বাসী রাজীবমদন দাসের।

0
134

আবদুল হাই, বাঁকুড়াঃ- উদ্দেশ্যে যদি সৎ ও আন্তরিক হয় তবে পৃথিবীর যেকোনো প্রান্তে বসে পৃথিবীর যেকোন প্রান্তে মানুষের পাশে দাঁড়ানো যায়, হতে পারে তিনি শারীরিকভাবে তাদের কাছে পৌঁছাতে পারলেন না কিন্তু তাঁর আন্তরিক উপস্থিতি প্রত্যেককে বিস্মিত এবং মুগ্ধ করবে আর এরকমই এক ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার বিষ্ণুপুর এবং জয়পুর থানার ৮টি গ্রামের ৩০ জন প্রতিবন্ধী পুরুষ ও মহিলা।
বিষ্ণুপুরের স্বেচ্ছাসেবী সংস্থা মল্লভূম-এর প্রয়াসে দুবাই বাসী রাজীবমদন দাস মহাশয় তাঁর স্বর্গত বাবার স্মৃতির উদ্দেশ্যে ৩০ জন প্রতিবন্ধীর হাতে উপহার সামগ্রিক মল্লভূম স্বেচ্ছাসেবি সংস্থার কর্তৃপক্ষের মাধ্যমে তুলে দেন।
আজকের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর অ্যাডিশনাল এস, পি গণেশ বিশ্বাস, বিষ্ণুপুর থানার আইসি অতনু সাঁতরা মহাশয়।