প্রায় ৭০ জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে ওন্দা তৃণমূল পার্টি অফিসের সামনে ধর্না।

0
183

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – প্রায় ৭০ জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে ওন্দা তৃণমূল পার্টি অফিসের সামনে তৃণমূলের দলীয় পতাকা হাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ছবি বুকে নিয়ে ধর্ণাতে বসলেন বহুল চর্চিত তৃণমূল সমর্থক প্রতিবাদী মহিলা প্রিয়াঙ্কা গোস্বামী সহ প্রতারিত চাকুরী প্রার্থীরা।

তাদের দাবি ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুমার বীটের সহযোগিতায় প্রতারিত প্রিয়ঙ্কা গোস্বামী অভিযুক্ত তৃণমূল নেতা আশীষ দে’র কাছ থেকে অর্ধেক টাকা ফেরত পেলেও বাকিরা এখনো ফেরত পাননি। তাই আজ তারা ওন্দা তৃণমূল ব্লক পার্টি অফিসের সামনে ধর্ণাতে বসেছেন।

প্রসঙ্গত রামসাগরের বাসিন্দা, তৃণমূল সমর্থক জনৈকা প্রিয়াঙ্কা গোস্বামীর অভিযোগ ছিল, বর্তমানে ওন্দা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আশীষ দে করনা কালে ‘বেসরকারি সংস্থায় চাকরি করে দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করে’। এবিষয়ে তিনি পুলিশেও লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গত ১২ জুলাই রামসাগরে বাজারে তাঁর স্বামী সুব্রত গোস্বামী তাঁর বন্ধুদের নিয়ে পিকনিক করছিলেন। সেই সময় আশীষ দে ও তার সঙ্গী দোলন পরামানিক সহ অন্যান্যরা তাদের উপর হামলা চালায়। পরে তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছালে তাঁকেও মারধোর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর গত ১৫ জুলাই ওন্দা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আশীষ দে ও তার সঙ্গী দলীয় কর্মী দোলন পরামানিককে ওন্দা থানার পুলিশ গ্রেফতার করে। বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক আশীষ দে ও তাঁর শাগরেদ দোলন পরামানিকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

ইতিপূর্বে গত ১২ এপ্রিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওন্দায় এলে আর্থিক প্রতারণার বিষয়টি তাঁর নজরেও এনেছিলেন এই প্রিয়াঙ্কা গোস্বামী।