বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় আদিবাসী যায়গা দখলের অভিযোগে এলাকায় উত্তেজনা।

0
94

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  দিবাসী যায়গা দখলের অভিযোগে এলাকায় উত্তেজনা। ঘটনা টি ঘটেছে বালুরঘাট শহরের ৯নম্বরের ওয়ার্ড এলাকায়। জানা গেছে বালুরঘাট পৌরসভা এলাকার শান্তি কলোনি এলাকায় এক আদিবাসী বি,এস,এফফ কর্মীর বাড়ির জায়গা দখল করেছে তার প্রতিবেশী। ওই বি,এস, এফ কর্মীর অভিযোগ তারা বালুরঘাট পৌরসভাকে জানিও কোনো সুরাহা মেলেনি। সাত শতক জমির মধ্যে ৪ শতক জমি দখল করে প্রতিবেশী সুবোধ সরকার ও অর্জুন সরকার। আর সেই জমি উদ্ধার করার জন্য আদিবাসী সম্প্রদায়ের প্রচুর আদিবাসী এলাকায় জমায়েত করে। আর অবৈধ দখল জমি উদ্ধারের জন্য সীমানার একটি প্রাচিল ভেঙ্গে ফেলা হয় আদিবাসীদের তরফ থেকে। এই উত্তপ্ত পরিস্তিতি সামলাতে বালুরঘাট থানার প্রচুর পুলিশ পাহিনি আসলে তাদের সাথে বচসায় জড়িয়ে পড়ে আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু মানুষ। পরবর্তীতে মীমাংসার কারণে দুই পক্ষ আলোচনায় বসেন।
বাইট দীনবন্ধু পাহান