পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মনিপুরের এই নক্কার জনক ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছে গোটা ভারত বর্ষ। সমস্ত রাজনৈতিক দল বারবার প্রশ্ন তুলেছে মোদি সরকারের বিরুদ্ধে। মণিপুরে বিজেপি শাসিত সরকার থাকা সত্ত্বেও এইভাবে দুটি আদিবাসী সম্প্রদায়ের মহিলার উপর পাশবিক অত্যাচারে নিশংস ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকার চুপ থাকায় উত্তাল রাজ্য রাজনীতিও। পশ্চিমবঙ্গেও বিভিন্ন সংগঠনের তরফ থেকে ধিক্কার মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। সেই মর্মে আজ বর্ধমান শহরে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের তরফ থেকে জেলা শাসকের কাছে প্রদান করা হয়।ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের জয়েন্ট কনভেনার বলেন, মনিপুরের যে লজ্জাজনক ঘটনা ঘটেছে তাতে গোটা দেশ গর্জে উঠেছে। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার এখনও চুপ। তারা কোনরকম মনিপুরের এই ঘটনায় সঠিক ব্যবস্থা গ্রহণ করেননি। তাই আমাদের সংগঠনের তরফ থেকে বর্ধমান শহরে বিক্ষোভ মিছিল এবং কার্জন গেট চত্বরে সমাবেশ করা হয়। পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটি ব্লকের এই সংগঠনের সঙ্গে যুক্ত মানুষ এখানে উপস্থিত।