নিজস্ব সংবাদদাতা, মালদা:- এবারে আইসিডিএস সেন্টারে অনিয়মের অভিযোগ উঠলো কালিয়াচক তিন নম্বর ব্লকের আকন্দাবাড়িয়ার রামনগর গ্রামে। অভিযোগের তীর আইসিডিএস সেন্টারের ওয়ার্কার এবং সহায়িকার বিরুদ্ধে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে আকন্দবাড়িয়া এলাকার ওয়ার্কার কৃষ্ণা মন্ডল শিশুদের পুষ্টির জন্য বরাদ্দ খাদ্য নিয়মানুযায়ী পরিবেশন করেন না। পাশাপাশি এদিন সেন্টারে ছুটি বলেও ঘোষণা করেন ওয়ার্কার। পরবর্তীতে স্থানীয়রা আজ শিশুদের কেন খাবার দেওয়া হবে না তা জানতে চাইলে বচসা শুরু করেন ওই ওয়ার্কার এবং তার স্বামী।
স্থানীয়দের কথায়, নিয়মিত সেন্টার খোলা হয় না। শিশুদের পুষ্টির জন্য বরাদ্দ ডিমও প্রতিদিন দেওয়া হয় না। যদিও সেন্টারে সপ্তাহে ৬ দিন ডিম দেওয়ার নিয়ম। কিন্তু প্রতিদিন ডিম তো দেওয়া হয় না পাশাপাশি ডিমের বিষয়ে বললে নানান রকম কুকথা শোনানো হয়।
যার জেরে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
যদিও ওই ওয়ার্কারের দাবি, তিনি প্রতিদিন সেন্টার খোলেন, পাশাপাশি নিয়মিত পুষ্টিকর খাদ্য নিয়মানুযায়ী পরিবেশন করেন।
ঘটনার সমস্ত বিষয় ইতিমধ্যেই কালিয়াচক তিন নম্বর ব্লকের সিডিপিওকে জানানো হয়েছে। যদিও সংবাদ মাধ্যমে সিডিপিও তথা চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার মুখ খোলেননি।
Home রাজ্য উত্তর বাংলা এবারে আইসিডিএস সেন্টারে অনিয়মের অভিযোগ উঠলো কালিয়াচক তিন নম্বর ব্লকের আকন্দাবাড়িয়ার রামনগর...