গোটা বিশ্বের পাশাপাশি মালদা জেলা জুড়ে পালন করা হল বিশ্ব হেপাটাইটিস দিবস।

0
204

নিজস্ব সংবাদদাতা, মালদা: – গোটা বিশ্বের পাশাপাশি মালদা জেলা জুড়ে পালন করা হল বিশ্ব হেপাটাইটিস দিবস। প্রতিবছরের ন্যায় এই বছর মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কলেজের উদ্যোগে পালন করা হয় দিনটি। সময়মতো সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে হেপাটাইটিসের পার্শ্বপ্রতিক্রিয়া ধীরে ধীরে লিভারকে দুর্বল করে দেয় এবং একটা সময়ের যকৃত বা লিভার কাজ করা বন্ধ করে দেয় ৷ প্রতি বছর ২৮শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় ৷ ২০২৩সালে বিশ্ব হেপাটাইটিস দিবস ‘এক জীবন, এক লিভার’ থিম হিসাবে পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজ অর্থাৎ শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে পালন করা হলো বিশ্ব হেপাটাইটিস দিবস। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পালন করা হয় দিনটি। উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় সহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীরা।