বিশ্ব জুড়ে পালিত হচ্ছে মহরম।

0
256

আবদুল হাই, বাঁকুড়াঃ ইসলাম ধর্মের মানুষদের কাছে এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। মহরম মাসে আনন্দ না করে শোক পালন করে মুসলিম ধর্মাবলম্বীরা। মহরম অর্থ পবিত্র। এই মহরম মাসে হোসেন এর নির্মম হত্যার করুন ইতিহাস জুড়ে রয়েছে এই মাসটিকে কেন্দ্র করে। মহানবী হযরত মুহাম্মদের দৌহিত্র হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা ইরাকের কারবালার প্রান্তরে এজিদের সৈন্যদের হাতে মারা যান।যারা ঐ দিন নিহত হন তাঁরা মুসলিম সম্প্রদায়ের কাছে শহীদ হিসেবে পরিগণিত হন। তাই আজকের দিনে নিজেদের আঘাত করে তারা অনুভব করতে চায় হোসেনের মৃত্যু যন্ত্রনা ।আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শ্রীরামপুর ও দেড়িয়াচক গ্ৰামের মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা সকাল থেকেই দিকে দিকে, পাড়ায় পাড়ায় গিয়ে জারি গান গাইতে থাকে।ফার্সি কথা জারি।জারি শব্দের অর্থ শোক।