নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শতাধিক নাতি পুঁতির নেঁচে গেয়ে শ্মশান যাত্রা, ১১০ বছরের ঠাকুমা।কোন রোগে নয়, অসুস্থ কিংবা হাসপাতালেও ভর্তি নয়, নদীয়ার ফুলিয়ার ঘোষ পাড়ার পার্বতী ঘোষ আজ সকাল 11 টা নাগাদ মারা যান বয়স জনিত কারণেই। বয়সটাও নেহাত কম নয় ১১০ বছর পার ! স্বামী নকুল ঘোষ ৬ বছর আগে মারা যান। বৃদ্ধার নাম পার্বতী ঘোষ । জানা যায় বৃদ্ধার আট ছেলে এবং এক মেয়ে। পার্বতী দেবীর ছেলে এবং মেয়ের ঘরের নাতি নাতির সংখ্যা প্রায় চল্লিশ। আবার তাদের সন্তান-সন্ত্রতি অর্থাৎ মৃতবৃদ্ধার পুতিঁর সংখ্যাও ৫০ ছুঁইছুঁই। মোট চার প্রজন্মের প্রায় দুই শতাধিক আত্মীয়-স্বজন নিয়ে নেচে গেয়ে শ্মশান যাত্রা। পরিবারের পক্ষ থেকে জানানো হয় পার্বতী দেবীর ইচ্ছাতেই নাকি এই ব্যবস্থা। সুদুর ফুলিয়া ঘোষপাড়া থেকে ফুলিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত শতাধিক নাতিনাতনির কাঁধে চেপে তাসা ব্যঞ্জন বাজিয়ে নিয়ে আসেন। যদিও ফুলিয়া বাসস্ট্যান্ড এর পর থেকে শ্মশান পর্যন্ত দুটি বড় সাইজের ম্যাটাডোর ভাড়া করে ম্যাটাডোরে করে শান্তিপুর শ্মশানে নিয়ে আসা হয় দাহ করার জন্য। পরিবারের সূত্রে জানা যায় মৃতার শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যেই তাসা ব্যঞ্জন বাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়।