নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। সরকারি হাসপাতালের চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। সঠিকভাবে চিকিৎসা হলে স্বামীর মৃত্যু হতো না বলে দাবি মৃত বিজেপি কর্মীর স্ত্রীর। জানা যায় মৃত যুবকের নাম রমেশ দাস, বয়স ৩৮। বাড়ি নদীয়ার কল্যানীর হরিণঘাটা ব্লকের কাশ্যডাঙ্গা এলাকায়। ওই বিজেপি কর্মী ওই অঞ্চলের কনভেনার ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত একুশে জুলাই জ্বর তিনি ভর্তি হন বড়জাগুলি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তার অবস্থা অবনতি হলে তাকে ভর্তি করানো হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানে তিনদিন ভর্তি থাকলেও শারীরিক উন্নতি হয়নি তার, পরবর্তীতে অবস্থার আরো অবনতি হলে তাকে পাঠানো হয় কলকাতার মেডিকেল কলেজে। সেখানেই রক্ত পরীক্ষা করালে ডেঙ্গি সারা শরীরে ছড়িয়ে গেছে বলে জানান চিকিৎসকেরা। পরিবারের অভিযোগ, কল্যাণীর মেডিকেল হাসপাতালে যখন তাকে ভর্তি করানো হয়েছিল তখন রক্ত পরীক্ষা করানো হলেও চিকিৎসকেরা ডেঙ্গির চিকিৎসা করেনি। সম্পূর্ণ ভুল চিকিৎসা করা হয়েছে। এছাড়াও প্রশিক্ষণরত ডাক্তারদের দিয়ে তার চিকিৎসা করানো হয়। গতকাল রাতে মেডিকেল কলেজে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর, এরপরেই পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। আজ মৃতদেহ বাড়িতে আসার অপেক্ষায় গোটা পরিবার, এছাড়াও কান্নায় ভেঙে পড়ে মৃত বিজেপি কর্মীর স্ত্রী। প্রসঙ্গত এর আগেও কল্যানী জেএন এম হাসপাতালের অব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছিল বিভিন্ন রোগী পরিবারদের কাছ থেকে। কোথাও গোটা হাসপাতাল চত্বর পড়ে আছে জলা জঙ্গলে, কোথাও আবার অপরিচ্ছন্নতা, এই নিয়ে একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন একাধিক রোগী পরিবার। যদিও আবারো এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় আরো একবার অভিযোগের কাঠগড়ায় নদীয়ার কল্যাণীর জেএনএম হাসপাতাল।
Home রাজ্য দক্ষিণ বাংলা ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল বিজেপি কনভেনারের, চিকিৎসার গাফিলতি তুলে মেডিকেল হাসপাতালের...