আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের একটি অংশ পুরোপুরি পাথুরে। একেবারে ন্যাড়া এই অংশতে কোন গাছ জন্মায়নি এই রুক্ষ সুক্ষ পাথরের অংশটিতে সবুজায়ন ঘটাবার জন্য ছাতনা বনদপ্তর এর তরফে ছড়ানো হল বীজ বোমা। বোমা শব্দটা শুনে ভয় পাওয়ার কিছু নেই। এই বোমা হল গঠনমূলক বোমা। এই বোমা বিস্ফোরণ করে ফাটেনা। পর্যাপ্ত সূর্যের আলো এবং জল পেলে এই বোমা জন্ম দেয় এক ছোট্ট বৃক্ষ যা সময়ের সাথে সাথে মহীরহে পরিণত হবে। বীজ গোবর সার এবং জৈব সারের মিশ্রণকে মন্ড বানিয়ে ছোট ছোট বলের আকারে করে ছড়িয়ে দেয়া হলো এই ন্যাড়া অংশটিতে। আশা করে যাচ্ছে ভবিষ্যতে এই অংশটিতে ঘটবে সবুজের সমরহ। ছাতনা বনবিভাগের বন আধিকারিক এশা বোস জানান আকাশমনি, বাবলা এবং আরোও একটি বৃক্ষ, মত তিনটি গাছের বীজ ছড়ানো হচ্ছে যাতে গোটা পাহাড়ের মত ন্যাড়া অংশটিও সবুজ হয়ে যায়।