নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার কৃষ্ণনগর ভাতজাংলা পালপাড়া মোড়ে, ন্যাশনাল হাইরোয়ের রাস্তা সংস্কারের কাজ চলছে, ফোর লেনের ফলে এলাকার সাধারণ বাসিন্দাদের পারাপার করতে সমস্যায় পড়তে হচ্ছে, যেখানে রাস্তা পার হতে সময় লাগে প্রায় এক মিনিট। সেখানে রাস্তা পারাপার হতে যেতে হচ্ছে তাদের ঘুরপথে, এক থেকে দুই কিলোমিটার ঘুরে পারাপার করতে হয়। সাধারণ মানুষ এই বিষয় নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এন এইচ সংস্করণ আধিকারিকদের সাথে বসতে চাইলেও তারা বসেননি, যার ফলে বাধ্য হয়ে আজ এপার ওপার সমস্ত হাই রোডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলো এলাকার বাসিন্দারা। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। তবে প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ এসে বিক্ষোভ কারীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকার মানুষ। যদিও দীর্ঘদিনের এই সমস্যা সমাধান যদি না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দেন কৃষ্ণনগর ভাতজাংলা পালপাড়া মোড়ের সাধারণ মানুষেরা। তাদের একটাই দাবি অবিলম্বে পারাপারের সুব্যবস্থা করতে হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের, দীর্ঘ সময় বিক্ষোভ চললে...