নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গাঁদা ফুল এখন লাভ জনক চাষ, সারা বছর ফুল থেকে উপার্জন করা যায়,
সব্জী চাষের পাশাপাশি গাঁদা ফুল চাষ করে ভালো উপার্জন করা যায়,খব সহজে ,ফুল চাষে অনান্য চাষের থেকে পরিশ্রম একটু কম।
যে কোন উৎসব ফুল ছাড়া অসমাপ্ত, তাছাড়া গাঁদা ফুল এখন রোজ ব্যাবহার করা হয়।পুজোর ডালি থেকে সামাজিক অনুষ্ঠান।
তাই একটু পরিচর্চা করতে পারলে গাঁদা ফুল থেকে ভালো উপার্জন করা সম্ভব।
তবে বৃষ্টির জলে ফুলে কালো দাগ হয়ে যায়, অনেক সময় গাছ মারা যায়, আবার বৃষ্টির জল থেকে বিভিন্ন পোকা আক্রমন করতে পারে,তার জন্য মাঝে মধ্যে কিটনাষক স্প্রে করলে সহজেই বাইরের পোকা মাকড় থেকে রক্ষা করা যায় এমনটাই মনে করছেন ফুল চাষীরা।
তবে এবছর তেমন বৃষ্টি হয়নি ফলে অনেক টাই লাভের মুখ দেখতে পারছেন প্রান্তিক চাষীরা।