নেশা মুক্ত ভারত অভিযান কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পকে সামনে রেখে নেশা মুক্ত সমাজ নামে এক কর্মশালা অনুষ্ঠিত হল।

0
146

নিজস্ব সংবাদদাতা, মালদা:- নেশা মুক্ত ভারত অভিযান কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পকে সামনে রেখে নেশা মুক্ত সমাজ নামে এক কর্মশালা অনুষ্ঠিত হল। রবিবার মালদা টাউন হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। স্কুলের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, সীমান্ত রক্ষী বাহিনী এবং বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। এছাড়াও উপস্থিত ছিলেন ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী, ভারত সেবাশ্রমের স্বামীজি সহ অন্যান্যরা। এদিন এই অনুষ্ঠানের মূল বিষয়ই ছিল যুব সমাজ বর্তমানে কিভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছে এবং সেখান থেকে সমাজের মূল স্রোতে তাদের কিভাবে ফেরানো যায়। মূলত তা নিয়ে ই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।