সাধারণ মানুষকে বিজ্ঞানমনস্ক করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা শাখার উদ্যোগ শিবিরের আয়োজন করা হয়।

0
129

নিজস্ব সংবাদদাতা, মালদা,৩০ জুলাই : সাধারণ মানুষকে বিজ্ঞানমনস্ক করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা শাখার উদ্যোগ শিবিরের আয়োজন করা হয়।
রবিবার সকালে মালদা শহরে পুলিশ লাইন এলাকায় শুভঙ্কর বাঁধে শিবিরের আয়োজন করা হয়। জানগুরু ও ওঝা উনিনের কাছে মানুষ কিভাবে প্রতারিত হয় বিজ্ঞানের মাধ্যমে তা তুলে ধরা হয়। কিভাবে জান গুরুরা ডাইনি চিহ্নিত করেন তাও প্রাতঃভ্রমণে আশা মানুষদের সামনে তাও তুলে ধরা হয় বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি কে পি সিং সহ অন্যান্যরা।
কে পি সিং বলেন, প্রাতঃভ্রমণকারীদের আবদার ছিল বিজ্ঞানমনস্ক শিবিরের। জানগুরু ও অন্যান্য ওঝা গুনিনরা মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করছে। কিভাবে প্রতারণা করে তা বিজ্ঞানের মাধ্যমে তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। মানুষ যেন বিজ্ঞানমনস্ক হয়, তার জন্য এই ধরনের শিবির বিভিন্ন জায়গায় আয়োজন করে থাকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।