সাপ থেকে সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে সচেতনতা শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমেল প্রটেকশন সমিতি।

0
366

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সাপ থেকে সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে সচেতনতা শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমেল প্রটেকশন সমিতি। রবিবার আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সহযোগিতায় বালুরঘাট ব্লকের অযোধ্যা এলাকায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।মূলত বিভিন্ন নির্বিষ এবং বিষাক্ত সাপ সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান না থাকায়,পাশাপাশি সাপে কাটা রোগীর কিভাবে চিকিৎসা করতে হবে সেই সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান সেভাবে না থাকায় তারা ওঝাগুনিনের শরণাপন্ন হন। এই বিষয়গুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এদিনের এই সচেতনতা শিবিরের আয়োজন বলে জানা গেছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সম্পাদক কৌশিক দে, দক্ষিণ দিনাজপুর জেলার পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল সহ দক্ষিণ দিনাজপুর জেলা অ্যানিমেল এন্ড প্রটেকশন সমিতির সদস্যরা। এদিন অযোধ্যা এলাকার শতাধিক সাধারণ মানুষের সামনে এই সচেতনতা বার্তা তুলে ধরেন উদ্যোক্তারা।