পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আবারও পুকুর ভরাটের অভিযোগ শহর বর্ধমানে। এবার পুকুর ভরাটের অভিযোগ উঠলো বর্ধমান ৩৫নম্বর ওয়ার্ডের ভাতছালা এলাকায়। জানা গেছে পুকুর মালিকের নাম জয়ন্ত কুমার মন্ডল। পুকুর মালিক জয়ন্ত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ কালীপুকুর তবে বর্তমানে মালিকের দেওয়া নাম অনুযায়ী মন্ডল পুকুরটিকে ভরাট করে ফেলছেন পুকুর মালিক। পুকুর ভরাটের অভিযোগ পেয়ে পুকুর পরিদর্শন করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ স্থানীয় কাউন্সিলর।
পুকুর পরিদর্শন শেষে পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান, বহুদিন ধরে আমাদের কাছে একটা অভিযোগ আসছিলো আর সেটা হলো পয়ত্রিশ ওয়ার্ডের কালীপুকুর যেটা বর্তমানে মন্ডল পুকুর বলা হচ্ছে সেটা নাকি ভরাটের চেষ্টা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা এসেছিলাম এবং দেখলাম মাটি ও আবর্জনা ফেলে কিছু অংশ ভরাট হয়ে বাগান তৈরী হয়েছে। যিনি পুকুরের মালিক ওনার সাথেও কথা হয়েছে উনি বলছেন এই কাজ পৌরসভার তরফে করা হয়েছে বিগত দিনে। ওনার কথার পরিপ্রেক্ষিতে আমরা বলেছি ওনার এবং আমাদের উভয় পক্ষের সার্ভেয়ার থেকে সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখা হবে এবং পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে পুকুর মালিক জয়ন্ত কুমার মন্ডলের দাবি এই বিষয়ে পৌরসভা কিছু ব্যবস্থা নিলে ছেড়ে দেবেন না কারণ তিনিও একজন আইনজীবী।