কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- জেলা ক্রীড়া সংস্থার হাতে হস্তান্তর করা হলো কোচবিহার সুইমিং পুল। দীর্ঘ ১০ বছর পর আজ উদ্বোধন কোচবিহার সুইমিং পুলের। এদিন কোচবিহার শহরের প্রাণ কেন্দ্র রাজবাড়ী লাগোয়া স্টেডিয়ামের বাঁদিকে ওই নতুন সুইমিং পুল করা হয়। সেই সুইমিং পুলের উদ্বোধন করলেন প্রাক্তন মন্ত্রী বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সেই সঙ্গে এদিন সুইমিং পুলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হলো সুইমিং পুল অথরিটি কমিটির হাতে। এদিন ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান,জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে,কোচবিহার শহরের সাধারণ মানুষের জন্য কোন সুইমিং পুল ছিল না। তাই এক প্রকার বাধ্য হয়ে সাধারণ মানুষ নদী বা পুকুরে সাঁতার শেখার চেষ্টা করে। সেই কারণে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল দিয়ে ওই সুইমিং পুল তৈরির কাজ শুরু হয়। দীর্ঘ ১০ বছর ধরে ওই সুইমিং পুলের কাজ চলার পর আজ তার উদ্বোধন করা হয়। ওই সুইমিং পুল তৈরিতে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ওই সুইমিং পুলে স্থানীয় সাঁতার প্রশিক্ষকদের নিয়ে বৈঠক করে সাঁতার শেখানো এবং প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের ব্যবস্থা করবে বলে জানা গিয়েছে। এই সুইমিং পুলের উদ্বোধনের দিন থেকে মেম্বার হওয়ার সুযোগ দিলেন। জেলার বাইরে থেকে এসে সুইমিং পুলে সাঁতার শিখতে পারেন। এই সুইমিং পুলের উদ্বোধন হওয়ায় শহরের সাধারণ মানুষ খুশি।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান বলেন, ৩১ শে জুলাই থেকে কোচবিহারের সুইমিং পুল সকল নাগরিকের জন্য খুলে দেওয়া হয়েছে। আপনারা সবাই সুইমিং পুলের সুবিধা উপভোগ করুন মেম্বারশিপ নিন সাঁতার শিখুন। যদি সাঁতার না শেখেন তাও মেম্বার হন,নিজেকে রিলাক্স করার জন্য মেম্বারশিপ নিন। এই সুইমিং পুল খুব ভালোভাবে আন্তর্জাতিক মডেল তৈরি করা হয়েছে। তুরান সাঁতার শেখার জন্য সব রকমের সুবিধা এখানে রয়েছে সাধারণ মানুষের জন্য মেম্বারশিপ হওয়ার ফর্ম রয়েছে। সেই মেম্বারশিপের ফরম পাওয়া যাবে জেলাশাসকের দপ্তর ডিআই অফিসে সদর মহকুমা শাসকের দপ্তরে ও কোচবিহার পৌরসভা দপ্তরে।